লাদাখ থেকে বীরভূম : বীর শহীদের কফিন বন্দী দেহ ফিরলো গ্ৰামের মাটিতে

19th June 2020 10:50 am বীরভূম
লাদাখ থেকে বীরভূম : বীর শহীদের কফিন বন্দী দেহ ফিরলো গ্ৰামের মাটিতে


মহঃ আজহারউদ্দিন ( বীরভূম ) : লাদাখ থেকে বীরভূম এক ঝটকায় মিলে মিশে একাকার করে দিল শহীদের কফিন বন্দী দেহ । সমস্ত রকমের ভেদাভেদ ভুলে আসমুদ্র হিমাচল যেন প্রতিরোধে সঙ্ঘবদ্ধ । চীনের আগ্ৰাসী মনোভাবে শহীদ রাজেশ ওরাং এর কফিনবন্দী দেহ নিয়ে সেনাবাহিনীর কনভয় যখন রাস্তা পার হচ্ছে চারপাশ থেকে ধ্বনিত ধিক্কার এই আগ্ৰাসনের বিরুদ্ধে । লাদাখ এ রক্তক্ষয়ী সংঘর্ষ এর ফলে শহীদ ২০ জন ভারতীয় জওয়ান । কেন এই প্রাণহানি তার উত্তর খুঁজছে বীরভূমের অখ‍্যাত গ্ৰাম যা বিখ‍্যাত রাতারাতি সেনা জওয়ানের আত্ম বলিদানে । 

পানাগড় সেনা ছাউনীতে গতকাল সন্ধ‍্যায় বায়ুসেনার বিমানে এসে পৌঁছায় শহীদের দেহ । তখন থেকেই অঝোড় বৃষ্টি । যেন কাঁদছে গোটা প্রকৃতি । ভোরের আলো ফুটতেই সেনাবাহিনীর গাড়িতে করে শহীদের কফিনবন্দী দেহ রাস্তা পেরিয়ে পৌঁছে গেল বেলঘড়িয়া গ্ৰামে । রাতের অন্ধকার থাকতেই বৃষ্টি মাথায় হাজার হাজার মানুষ এর উপস্থিতি । একবার সকলেই দেখতে চান রাজেশ ওরাং এর দেহ । অবশেষে ধীরে ধীরে যখন গ্ৰামে পৌঁছালো গাড়ি তখন বাঁধ ভেঙেছে কান্নার । সকলের চোখে জল । গাড়ি থেকে সেনা বাহিনীর জওয়ানরা  জাতীয় পতাকায় মোড়া দেহ নামিয়ে আনলো মাটিতে ।  সেই মাটিতে যেখানে রাজেশের বেড়ে ওঠা , ছুটে বেড়ানো শৈশব । ঝাপসা হয়ে এল চোখ । এর মধ‍্যেই গান স‍্যালুট , শ্রদ্ধাজ্ঞাপন । সাদা চাদরে মোড়া টেবিলে রাখা ছবিতে ফুুুল দিয়ে শেষ শ্রদ্ধা জানালেন সকলে । ভালো থেকো রাজেশ । 





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।